• ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত রুশ বিমান, নিহত ৬৫
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেন-রাশিয়া সীমান্তের বেলগরোডে একটি ভারি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন। বিমানটিতে ৬৫ জন ইউক্রেনের যুদ্ধবন্দী, ছয়জন ক্রু ও আরও তিনজন ব্যক্তি ছিলেন। বেলগরোডের গভর্নর ভেসেস্লাভ গ্লাদকোভ এ তথ্য নিশ্চিত করেছেন।রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএল-৭৬ মডেলের সামরিক পরিবহন বিমান স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। এতে থাকা ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দী, ছয়ছন ক্রু ও আরও তিন ব্যক্তি নিহত হয়েছেন। বন্দীদের বিনিময়ের জন্য বেলগরোডে নিয়ে যাওয়া হচ্ছিল। রুশ প্রতিরক্ষামন্ত্রক আরও জানিয়েছে, বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিশন পাঠিয়েছে মস্কো। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দি সদস্যরাও আছেন। এছাড়াও বিমানটিতে আরও ৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
  • Link to this news (আজকাল)