• নয়া নজির, বর্ষীয়ান টেনিস তারকা হিসেবে একনম্বরে বোপান্না...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন রেকর্ড রোহন বোপান্নার। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডবলসের সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে নয়া নজির গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা। এটিপি বিশ্বব়্যাঙ্কিংয়ে সবচেয়ে বর্ষীয়ান টেনিস তারকা হিসেবে একনম্বর স্থান দখল করলেন বোপান্না। ৪৩ বছরে মুকুটে আরও একটি পালক যোগ করলেন। বিশ্বটেনিসের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনকে নিয়ে ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রে মোলতেনির আর্জেন্টাইন জুটিকে ৬-৪, ৭-৬ সেটে হারান বোপান্না। ২০০৮ সালে অভিষেকের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডবলসের সেমিফাইনালে উঠলেন ভারতীয় তারকা। এর আগে ছ"বার তৃতীয় রাউন্ডে ওঠেন বোপান্না। এদিন রাজীব রামের রেকর্ড ভেঙে দেন তিনি। ২০২২ সালের অক্টোবরে ৩৮ বছরের তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সাফল্য পান মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস প্লেয়ার। এদিন তাঁকে পেরিয়ে গেলেন বোপান্না। তবে সহজে জয় আসেনি। লড়াই করে জিততে হয়েছে। প্রথম সেট ৬-৪ এ জেতার পর দ্বিতীয় সেট টাইব্রেকারে গড়ায়। শেষপর্যন্ত নজির গড়লেন ভারতীয় টেনিস তারকা। 
  • Link to this news (আজকাল)