• ভিআইপিদের রাম মন্দির পরিদর্শনের এক সপ্তাহ আগে জানানোর আর্জি ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাম মন্দিরের উদ্বোধনের পর, মঙ্গলবার থেকে জনসাধ্রণের জন্য খুলে দএয়া হয়েছে এই মন্দিরের দরজা। কিন্তু বিপত্তি ঘটেছে সেখানেই। কাতারে কাতারে ভক্ত সমাগমে হুলস্থুল কাণ্ড একপ্রকার। প্রথমদিনই প্রায় ৫ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে। সামাল দিতে হিমশিম খায় পুলিশ। রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হয়। সাময়িক বন্ধ করে দিতে হয় মন্দিরের দরজা। অত্যধিক ভিড়ে কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। মাত্র ৩ লক্ষ পুণ্যার্থীকে প্রথমদিন ঢুকতে দেওয়া হয়েছিল। বাকিদের নিরাশ হয়ে ফিরে যেতে হয়। বুধবারও চিত্রটা প্রায় একই। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে যোগী প্রশাসন। জানা গিয়েছে ভিআইপিদের রাম মন্দির পরিদর্শন করার অন্তত এক সপ্তাহ আগে আর্জি জানাতে বলা হয়েছে। বলা হয়েছে, জনপ্রিয়, বিশিষ্ট ব্যক্তি, যাঁরা ভিআইপি ক্যাটাগরিতে পড়েন তাঁরা যেন রাম মন্দির পরিদর্শনের এক সপ্তাহ আগে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। স্থানীয় কর্তৃপক্ষ, রাজ্য সরকার কিম্বা মন্দির কর্তৃপক্ষকে জানানোর কথা বলা হয়েছে। আগে থেকে কর্তৃপক্ষের কাছে খবর থাকলে পরিস্থিতি এবং ভিড় নিয়ন্ত্রণে সুবিধা হবে বলে জানানো হয়েছে। অযোধ্যায় প্রতিদিন অন্তত ১ লক্ষ পুণ্যার্থীর ঢল নামবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত দিল যোগী সরকার। বুধবার থেকে লখনউ–অযোধ্যা বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। অযোধ্যায় রাম মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ হওয়ার পরেই ফের বাস পরিষেবা শুরু হবে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে আট হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে অযোধ্যায়। মন্দিরের একাধিক জায়গায় পরিস্থিতির উপর নজর রাখতে আট জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)