• সম্পর্ক নেই কংগ্রেসের সঙ্গে, দলনেত্রীর বার্তার পর মুর্শিদাবাদে জোর কদমে দেওয়াল দখলের কাজ শুরু তৃণমূলের ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বুধবার সরাসরি একথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর তার পরই মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূলের হয়ে দেওয়াল দখলের কাজে জোর কদমে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময়ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জেলার নেতাদের মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে একলা লড়ার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি সুভাষ লালা বলেন,"দলনেত্রীর নির্দেশের পর ইতিমধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পুরোদমে নির্বাচনী প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটির বুথ ধরে দেওয়াল দখলের কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। আজও লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে দেওয়াল দখলের কাজ চলছে।"  তিনি বলেন, "ইতিমধ্যেই জঙ্গিপুর এবং সুতি বিধানসভা কেন্দ্রে দেওয়াল দখলের কাজ বেশ কিছুটা এগিয়ে গেছে। এর পাশাপাশি লালগোলা এবং খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলের কর্মীদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতির আসন ভিত্তিক "কনভেনশন" করা হচ্ছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্রে বুথ কর্মী সম্মেলনের পর অঞ্চল কর্মী সম্মেলনের কাজ চলছে।"  উল্লেখ্য, বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি জানিয়ে দেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনিও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা" আসছে , অথচ ইন্ডিয়া জোটের সঙ্গী হিসেবে তাঁকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।  তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনে ভোট প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ২৮ জানুয়ারি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ খলিলুর রহমান সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিধায়ক এবং ব্লক সভাপতিদেরকে নিয়ে দলীয় কার্যালয় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন।
  • Link to this news (আজকাল)