• দু'মাস ক্লাস করতে পারবেন না, রোগীও দেখতে পারবেন না, সিদ্ধান্ত কলকাতা মেডিক্যাল কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: র‍্যাগিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত দুই মেডিক্যাল পড়ুয়াকে শাস্তি দিতে চলেছেন কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ। হাসপাতালের অ্যান্টি র‍্যাগিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে দুই পড়ুয়াকে "ডেবার" করা হবে। যার অর্থ তাঁরা কোনও ক্লাস করতে পারবেন না বা তাঁদের বিভাগে যেতে বা রোগী দেখতে পারবেন না। অ্যান্টি র‍্যাগিং কমিটির একটি সূত্র জানিয়েছে, এই সময় তাঁরা কোনও ছুটি নিতেও পারবেন না। এই সময় দেখা হবে তাঁরা যেন রোগীদের সঙ্গে যোগাযোগের বিষয়টি বা "কমিউনিকেশন স্কিল ডেভেলপ" করেন। এছাড়াও হাসপাতালের টেলি মেডিসিন, রোগীদের খাবার ও হাসপাতালের পরিচ্ছন্নতার বিষয়ে তাঁদেরকে কর্তৃপক্ষের সঙ্গে খেয়াল রাখতে হবে। তাঁরা কীরকম কাজ করছেন সেই বিষয়টি নজরে রাখা হবে। এর পাশাপাশি দুজনকে "কাউন্সেলিং" করা হবে। ওই সূত্রটি জানিয়েছে, যদি এই দু"জন না শোধরায় তাহলে শাস্তির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বুধবার হাসপাতালের অ্যান্টি র‍্যাগিং কমিটির চেয়ারম্যান হাসপাতালের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাসের নেতৃত্বে এই বিষয়টি নিয়ে একটি বৈঠক হয়। যেখানে যোগ দেন এমএসভিপি-সহ অন্যান্য পদাধিকারীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের প্রথমদিকে অর্থোপেডিক বিভাগের দুই পড়ুয়া প্রথম বছরের দুই পড়ুয়াকে মারধর, ধাক্কা দেয় বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে অ্যান্টি র‍্যাগিং কমিটি। শেষপর্যন্ত তাঁদেরকে এই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (আজকাল)