• ৬ বছর পর সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল!
    ২৪ ঘন্টা | ২৫ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় লেগে ৬ বছর! কলিঙ্গ সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে  ২-০ গোলে হারিয়ে দিল লাল-হলুদ। গোল করলেন হিজাজি এবং সিভেরিয়ো।

    সুপার কাপে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। ৪ নভেম্বরের পর আর কোনও ম্য়াচে হারেনি কার্লেস কুয়াদ্রাতের দল। তারপর আগের ম্যাচে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ক্নেটন সিলভাদের। যা ছাপ দেখা গেল সুপার কাপে সেমিফাইনালে।এদিন ম্যাচে আগাগোড়া আধিপত্য ছিল ইস্টবেঙ্গলেরই। তবে সমানে-সমানে টক্কর দিয়েছে জামশেদপুরও। খেলার বয়স তখন ১৯ মিনিট। কর্ণার থেকে বল পান লাল-হলুদের সিভেরিয়ো। কিন্তু তিনি শট না নিয়ে সামনে দিকে এগিয়ে যান। পিছন থেকে উঠে এসে গোল করেন হিজাজি।এদিকে পিছিয়ে পড়ার পাল্টা আক্রমণে শানাতে থাকে জামশেদপুরও। ৩০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢোকে পড়েন  হাউকিপ। ব্যাক পাসে বল দেন  মনজোরোকে। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিংহ গিল। প্রথমার্ধে অন্তত তিন বার দলের পতন আটকান তিনি। প্রথমার্ধের শেষের দিকে গোলের  সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের বিষ্ণুও। কিন্তু কাজের কাজটি করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে  বাঁদিক দিয়ে জামশেদপুরের বক্সে উঠে যান নন্দকুমার। তবে নিজে গোল করার চেষ্টা না করে তিনি বল দেন নিশু কুমারকে। নিশু ঠান্ডা মাথায় ক্রশ রাখেন পোস্টের সামনে। গোলের সামনে বল পান সিভেরিয়ো। পা ছুঁইয়ে ৪৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
  • Link to this news (২৪ ঘন্টা)