Same Gender Marriage: মানতে নারাজ পরিবার, মন্দিরে বিয়ে সমকামী দুই তরুণীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ জানুয়ারি ২০২৪
Same Gender Marriage:
দু’জনেই প্রাপ্তবয়ষ্ক বলে দাবি তাঁদের। পরিবারের মত না থাকায় নিজেদের ইচ্ছেতেই দীর্ঘদিনের সম্পর্ককে একটি পূর্ণতার রূপ দিলেন পপি ও প্রতিমা। মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দু’জনে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। হয়েছে মালাবদল-সিঁদুরদান।