মীরা ভাইন্দার মিউনিসিপ্যাল কর্পোরেশন মঙ্গলবার থানে জেলার নয়ানগর এলাকায় রাস্তার পাশের “অবৈধ” দোকানপাটে বুলডোজার চালায়। এর ঠিক একদিন পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) বুধবার মহম্মদ আলি রোডের প্রায় ৪০ টি “অবৈধ” দোকানপাটে বুলডোজার চালায়।