যাত্রা নিয়ে চলমান বিতর্কের মাঝে হুঙ্কার ছুঁড়লেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনি বলেছেন রাজ্য পুলিশ লোকসভা নির্বাচনের পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করবে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাঁধা দেওয়ার অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা-কর্মীরা।