• ভোটের আগে পথে নামছেন কৃষকরা, ১৬ ফেব্রুয়ারি ভারত বনধ্
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • ‌আবু হায়াত বিশ্বাস: লোকসভা ভোটের আগে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কৃষকরা। একগুচ্ছ দাবি নিয়ে পথে নামছে তারা। আগামী ১৬ ফেব্রুয়ারি ভারত বনধ্‌-‌এর ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সংযুক্ত কিসান মোর্চা, ভারতীয় কিসান ইউনিয়নের সঙ্গে একাধিক কৃষক সংগঠনও পথে নামবে ওই দিন। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তা, ক্রমবর্ধমান বেকারির বিরুদ্ধে সরব হবে তারা। এছাড়াও কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের বিরোধীতা, পেনশন প্রকল্পও এই ধর্মঘটের মূল দাবির অন্তর্ভুক্ত। ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, এই বনধ্‌কে শুধুমাত্র কৃষকদের ধর্মঘট বলে ভুল করলে হবেনা। এই ধর্মঘট দেশের সমস্ত মানুষের স্বার্থে। তাই সকলের এই ধর্মঘটে অংশগ্রহণ করা উচিত।‌‌ সম্প্রতি পরিবহন কর্মীরা কেন্দ্রের নতুন আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। তাদেরকেও এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেবার আবেদন জানিয়েছেন বিকেইউ নেতা।
  • Link to this news (আজকাল)