• পাশে নেই পরিবার, স্পর্শের ছোঁয়ায় প্রৌঢ়র ঠাঁই হল স্বেচ্ছাসেবী সংস্থায়...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: অসুস্থ প্রৌঢ়কে নার্সিং হোমে ভর্তি করে দায় সেরেছিল পরিবার। আর ফিরিয়ে নেয়নি। দীর্ঘ সময় এভাবে থাকার পরে অবশেষে চন্দননগর কমিশনারেটের স্পর্শের উদ্যোগে আপাতত স্বেচ্ছাসেবী সংস্থার ঘরে পৌঁছে দেওয়া হল। হাওড়ার লিলুয়ার বাসিন্দা শুভাশিস বক্সির জন্মদিন ছিল ২৩ জানুয়ারি। বিশেষ এই দিনে পরিবার তাঁর পাশে ছিল না। অবশেষে পুলিশের সাহায্যে প্রৌঢ়র আশ্রয় মিলল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যয়। ২ ডিসেম্বর শুভাশিস বক্সিকে তাঁর বোন ভর্তি করে দিয়ে যান উত্তরপাড়ার স্টেশন সংলগ্ন নার্সিংহোমে। স্ত্রী-মেয়ে থাকলেও তাঁরা আলাদা থাকেন। ভর্তির পরেই স্নায়ুরোগে আক্রান্ত প্রৌঢ়র অস্ত্রোপচার হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। ২৬ ডিসেম্বর তাঁকে ছুটি দেয় নার্সিংহোম। কিন্তু অবাক করা বিষয়, পরিবারের কেউ তাঁকে নিতে আসেননি। এক মাস ২১ দিন ধরে তিনি উত্তরপাড়ার নার্সিংহোমেই ছিলেন। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে একাধিকবার ফোন করে খবর দেওয়া হলেও, কেউ খোঁজও নেননি। বাধ্য হয়ে নার্সিংহোমের তরফে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়। চন্দননগর কমিশনারেটের স্পর্শ টিম এরপর নার্সিংহোমে গিয়ে বৃদ্ধের সঙ্গে কথা বলে। নার্সিংহোমে পৌঁছে পুলিশ জানতে পারে ২৩ জানুয়ারি প্রৌঢ়র জন্মদিন। তার পরেই স্পর্শ বিভিন্ন হোমে খোঁজ নিতে থাকে। অবশেষে চুঁচুড়ার আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে পুলিশ। সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্তের সঙ্গে কথা বলেন উত্তরপাড়া থানার এসআই কৃষ্ণধন চট্টোপাধ্যায়। অ্যাম্বুল্যান্সে করে শুভাশিস বক্সিকে উত্তরপাড়া থেকে চুঁচুড়া আরোগ্য ভবনে পৌঁছে দেয় কমিশনারেটের স্পর্শর টিম।
  • Link to this news (আজকাল)