• উত্তর কলকাতায় এবার ভোটের ম্যাসকট পটলডাঙার টেনিদা
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি পটলডাঙার টেনিদাকে এবার উত্তর কলকাতার ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ম্যাসকট করা হয়েছে। আগামীকাল জাতীয় ভোটার দিবসের প্রাক্কালে আজ কলকাতার উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব, উপস্থিত সকলের সঙ্গে টেনিদার পরিচয় করিয়ে দেন। এই উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি নাটিকার আয়োজন করা হয়। উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে এই নাটিকাটি প্রদর্শিত হবে বলে জানান, উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক রাহুল মজুমদার। পরে তিনি জানান, এবার ৭৫ শতাংশ ভোটের হারকে লক্ষ্যমাত্রা ধরে তাঁরা প্রচারে নামছেন।প্রসঙ্গত তিনি জানান, ২০১৯ এর লোকসভা ভোটের হার ছিল ৬৬ শতাংশ। ২০২১ এর বিধানসভা নির্বাচনে হার ছিল ৬১ শতাংশ। এবার উত্তর কলকাতায় ভোটারের সংখ্যা ১৫’লক্ষ ১’হাজার ৭৭৯ জন। এর মধ্যে এক পঞ্চমাংশই বহিরাগত। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, আরও একটি ভুল ত্রুটি মুক্ত অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই তা প্রকাশ করা হবে।
  • Link to this news (আজকাল)