• 'জোটেও ধাক্কা, গাড়িতেও ধাক্কা, এরপর মোদীর ধাক্কা বাকি', মমতাকে কটাক্ষ দিলীপের
    ২৪ ঘন্টা | ২৫ জানুয়ারি ২০২৪
  • অয়ন ঘোষাল: এদিন কংগ্রেসের ন্যায় যাত্রা প্রবেশ করছে বাংলায়। নির্বাচনে জোট প্রসঙ্গে আগেই নিজের মতামত স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। এমতাবস্থায় রাহুলের যাত্রা কী মমতার জন্য ধাক্কা। এ প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা দিয়ে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'জোটের ধাক্কা বা গাড়ির ধাক্কা শুধু নয়, ওনার মনের ধাক্কা বুঝতে পারছেন কি? রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা জোটে যাব না। এটা তো সিদ্ধান্ত। ঘোষণা করুন গুছিয়ে। আসলে মোদী যে ধাক্কা দিয়েছেন তা সামলাতে পারছেন না ভালো করে।'

    বর্ধমান থেকে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। গাড়িতে বসেছিলেন সামনে সিটে। জিটি রোডের ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন চালক। প্রবল ঝাঁকুনিতে উইন্ড স্ক্রিনে মাথা ঢুকে যায় মমতার। এ প্রসঙ্গে খানিকটা বিদ্রুপের সুরেই দিলীপ ঘোষ বলেন, 'গাড়ির গতি ভারতবর্ষে ২০০ কিলোমিটার হয় কিনা আমি জানি না। উনি বিমানে চড়লে দুর্ঘটনার ভয়। উনি গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়। কেন এরকম হচ্ছে? শুধু খবর করার জন্য? যদি সত্যিই এরকম হয় তাহলে বলব ভগবানের আশীর্বাদ। উনি বেঁচে গেছেন। উনি তো পুলিস মন্ত্রী। ট্রাফিক ওনার হাতেই। উনি যদি সুরক্ষিত না হন, বাকিদের কি অবস্থা হবে? ২০০ বা ৩০০ প্রশ্ন নয়। ট্রাফিক কতটা কন্ট্রোলে তা নিয়ে চিন্তা আছে।' রাজ্যপালকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্লোগানিংয়ের বিষয়ে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে আর কালচার বলে কিছু নেই। রাজনীতি বা শিক্ষাক্ষেত্র, কোনও ডিসিপ্লিন নেই। সৌজন্য, সভ্যতা, সংস্কৃতির লেশ মাত্র নেই। সব থেকে উপদ্রুত জায়গা। ২০ বা ৩০ বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ায় মতো দেশে বিপ্লব বা ক্রান্তি চলছে, সেখানে এগুলো আশা করা যায়। ভারতের মতো একটা সভ্য জায়গায় এটা আশা করা যায়না। এটার কারণ মুখ্যমন্ত্রী নিজে। তার নিজের চালচলন কথাবার্তা বাকিদের এই ধরনের উশৃঙ্খল আচরণে প্রশয় দিচ্ছে।' এমনকী শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গেও দিলীপ বাবু বলেন, 'ইডি কি আদৌ ওকে ধরতে গেছে? সার্চ করতে গেছে? নোটিশ দিতে গেছে? সেটা ইডি বলতে পারবে। ধরে দেওয়ার কাজ ইডি র নয়। ওটা পুলিসের কাজ। পুলিস যদি নিজেই তাকে লুকিয়ে রাখে, তাকে পাওয়া যাবে না। পাঠার ইচ্ছায় কালীপুজো হয়? পাঠা কোনওদিনই চাইবে না পুজো হোক। তাহলে তার মায়ের কোল খালি হয়ে যাবে।'
  • Link to this news (২৪ ঘন্টা)