• Hrithik Roshan Fighter: ‘শাহরুখের সঙ্গে কোনও মিল নেই তো?’ সিদ্ধান্ত নেওয়ার আগে চূড়ান্ত ভাবনা-চিন্তা করেন হৃতিক
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ জানুয়ারি ২০২৪
  • ফাইটারের জগত জীবনের চেয়ে বড় এবং অসামান্য হতে পারে, এমনটাই জানিয়েছেন হৃতিক রোশন

    Hrithik Roshan )। শুধু ভয়ে ছিলন, আদৌ এরসঙ্গে ‘ওয়ার’ এবং ‘পাঠানে’র মিল আছে কিনা? এয়ারিয়াল অ্যাকশনে একজন এয়ার ফোর্স পাইলটের ভূমিকায় অভিনয় করা, তিনি প্যাটির চরিত্রটি বেছে নিতে যথেষ্ট সময় নিয়েছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)