• ‌‌নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে বিশ্বে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে আমেরিকা...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই খুনের আসামিকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে আমেরিকা। বিশ্বে কোনও আসামিকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। যা প্রথম হতে চলেছে আমেরিকায়। মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানিয়ে আসামি কেনেথ স্মিথের করা আবেদন বুধবার খারিজ করে আদালত। স্থানীয় সময় বুধবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে। এর আগে ২০২২ সালে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা স্থগিত করা হয়। এর কয়েক মাস পর নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ১৯৮৮ সালে এলিজাবেথ সেনেট নামের এক মহিলাকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন স্মিথ। ২০২২ সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ স্মিথকে ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। কিন্তু তা কার্যকর হয়নি। জানা যায় এলিজাবেথ সেনেটকে খুন করার জন্য কেনেথ স্মিথ এবং তার এক সহযোগীকে ভাড়া করেছিলেন ওই মহিলার স্বামী চার্লস সেনেট। স্ত্রীর বিমার টাকা হাতাতে এই ষড়যন্ত্র করেছিলেন চার্লস। পরে তিনি আত্মহত্যা করেন। এই খুনের ঘটনায় স্মিথের সহযোগীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১০ সালে তা কার্যকর হয়। 
  • Link to this news (আজকাল)