• সৌদি আরবে এই প্রথম চালু হচ্ছে মদের দোকান
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুরা প্রেমীদের কাছে সুখবর। কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মত মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। তবে সর্বত্র মিলবে না তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দোকানটি রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে খোলা হবে। এটি শুধু অমুসলিমদের জন্য। আগামী সপ্তাহের মধ্যে দোকানটি খোলার আশা করা হচ্ছে। তবে তার জন্য রয়েছে বেশ কিছু নিয়মাবলী। গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, বিদেশ মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে এবং তাদের ক্রয়ের সঙ্গে মাসিক কোটা মেনে চলতে হবে। ইসলামে মদ্যপান নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। এছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে দাবি করা হচ্ছে। সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে ১৯৫২ সালে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। নতুন দোকানটি অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রথম আইনি বিক্রিকে স্বীকৃতি দিচ্ছে।
  • Link to this news (আজকাল)