• লোকসভা ভোট শেষ হলেই গ্রেপ্তার করা হবে রাহুলকে: হিমন্ত বিশ্বশর্মা...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা হুঁশিয়ারি দিলেন, লোকসভা ভোটের পালা শেষ হলেই রাহুলকে গ্রেফতার করবে তাঁর পুলিশ। তিনি বলেন, একটি ‘সিট গঠন করব। ‘সিট’ মামলাটির তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে আমরা রাহুলকে গ্রেফতার করব।’প্রসঙ্গত, হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই মঙ্গলবার রাহুল গান্ধী এবং তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সঙ্গী কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল অসম পুলিশ। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে মঙ্গলবার সকালে গুয়াহাটিতে অশান্তির ঘটনার জেরে বিশৃঙ্খলা সৃষ্টি, জনতাকে হিংসায় প্ররোচনা দেওয়া, সরকারি সম্পত্তির ক্ষতি করা এবং পুলিশের উপর হামলার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। হিমন্তের সাফ জবাব, ‘এখনই গ্রেফতার করা হলে বিষয়টি রাজনৈতিক প্রচারের হাতিয়ার করা হবে।’ হিমন্তের অভিযোগ, অসমকে অশান্ত করে তুলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ছক কষেই ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে সেখানে প্রবেশ করেছেন রাহুল। এর আগেও রাহুল গান্ধীর সঙ্গে হিমন্ত বিশ্বশর্মার বাকযুদ্ধ হয়েছে। একে অপরের দিকে আক্রমণ শানিয়েছেন। হিমন্ত বিশ্বশর্মাকে দেশের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসাবে আখ্যা দিয়েছেন রাহুল গান্ধী। পাল্টা রাহুল গান্ধীকেও কথা শোনাতে ছাড়েননি বিশ্বশর্মা। 
  • Link to this news (আজকাল)