• ক্যানসার থেকে মুক্তির আশায় গঙ্গাস্নান, নদীতে ডুবে মৃত্যু ৫ বছরের শিশুর ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের হরিদ্বারে কুসংস্কারের বলি ৫ বছরের শিশু। ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল মৃত শিশু। চিকিৎসকরাও হাল ছেড়ে দিয়েছিলেন। পরিবারের ধারণা ছিল, গঙ্গাস্নান করালে ক্যানসার থেকে মুক্তি পাবে শিশু। শেষমেশ কনকনে ঠান্ডায় গঙ্গায় ডুবেই মৃত্যু হল তার। পুলিশ সূত্রে খবর, মৃত শিশু ও তার পরিবার দিল্লির বাসিন্দা। রাজধানীর বড় বড় হাসপাতালে চিকিৎসা চলছিল ক্যানসার আক্রান্ত ওই শিশুর। কিন্তু চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। এরপরই বুধবার হরিদ্বারে তাকে গঙ্গাস্নান করাতে নিয়ে যান বাবা, মা ও এক আত্মীয়। হরিদ্বারে ভোরবেলা হাঁড়কাপানো ঠান্ডায় শিশুটিকে গঙ্গাস্নান করাতে নিয়ে যান ওই আত্মীয়। খালি গায়ে নদীতে চুবিয়ে রেখে দেন আত্মীয়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চিৎকার করে বাবা, মাকে উদ্ধার করতেও বলে শিশুটি। তারপরেও কেউ এগিয়ে আসেননি। নদী থেকে শিশুটিকে খানিকক্ষণ পর অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই শিশুর বাবা, মা এবং ওই আত্মীয়কে আটক করেছে।
  • Link to this news (আজকাল)