• ‌মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে প্রদর্শনীর আয়োজন...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ সাড়ম্বরে পালন করা হল মাইকেল মধুসূদন দত্তর জন্মবার্ষিকী। এই উপলক্ষে হুগলির উত্তরপাড়ায় আয়োজন করা হল বিশেষ প্রদর্শনী। বৃহস্পতিবার উত্তরপাড়া পুরসভা পরিচালিত আজাদ হিন্দ গ্যালারিতে শুরু হয় প্রদর্শনী। সেখানে রাখা রয়েছে বিভিন্ন বইয়ের পাশাপাশি ছবি ও অন্যান্য সামগ্রী। কবির প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরপাড়া পুরসভার তরফে প্রভাতফেরির আয়োজন করা হয়। যোগ দেন উত্তরপাড়া এলাকার সমস্ত স্কুলের ছাত্র–ছাত্রী ও শিক্ষক–শিক্ষিকারা। হাঁটেন এলাকার বিভিন্ন স্তরের মানুষ।১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন মধুসূদন দত্ত। বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত শেষ জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন উত্তরপাড়ায় নদী তীরবর্তী জায়গায়। বর্তমানে যা উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি নামে পরিচিত। আজও সেখানে রয়েছে কবির ব্যবহৃত আসবাবপত্র সহ অনেক কিছু। যে ঘরে মাইকেল শেষ বয়স কাটিয়েছিলেন, আজও সেই ঘর আলাদাভাবে সংরক্ষিত, মধুসূদন কক্ষ হিসেবে। শেষ জীবনে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন গঙ্গা তীরবর্তী এই বাড়িতে। এই প্রসঙ্গে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্পিতা চক্রবর্তী বলেছেন, ‘‌কবির জীবনকালে কষ্টের সময়টা তিনি কাটিয়েছিলেন এই লাইব্রেরি ভবনে। তাঁর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তাঁর এবং স্ত্রী’‌র সমাধি যেন তৈরি হয় এই লাইব্রেরি সংলগ্ন মাঠে। তবে তৎকালীন গোঁড়া ব্রাহ্মণ্যবাদ কবির শেষ ইচ্ছেয় বাধা হয়েছিল।’‌ উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব জানিয়েছেন, ‘‌কবি মাইকেল মধুসূদন দত্তর অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই বিশেষ প্রদর্শনীর আয়োজন।’‌ 
  • Link to this news (আজকাল)