• রেললাইনের ধারে শুকোচ্ছে জামা-কাপড়, দুর্ঘটনার কথা বলে সতর্ক করল পূর্ব রেল ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায়, রেল লাইনের ধারে শুকোচ্ছে কাপড়। তবে শহরতলি রেলওয়ে এলাকাগুলিতে রেললাইনের ধারে জামা-কাপড় শুকনোর কাজ থেকে বিরত থাকতে পূর্ব রেল জনগণের প্রতি আবেদন জানিয়েছে। এই ধরনের কার্যকলাপ শুধু বিপদজনকই নয়, যেকোনও মুহূর্তে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে বলে রেলের তরফে জানানো হয়েছে। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, একটি লোকাল ট্রেন প্রতি সেকেন্ডে প্রায় ১০ মিটার দূরত্ব অতিক্রম করে তাই এক মুহূর্ত অসতর্ক হয়ে এই ধরনের কার্যকলাপে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া লাইনের উপরে শুকনো করতে দেওয়া জামা কাপড় ট্রেনের নিচের অংশের যন্ত্রাংশে জড়িয়ে গিয়ে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হতে পারে, যাতে বহু মানুষ দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন।
  • Link to this news (আজকাল)