• বাংলায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', আজ উত্তরবঙ্গে রাহুল গান্ধী...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "ভারত জোড়ো ন্যায় যাত্রা"র ১২তম দিন। বৃহস্পতিবার আসাম থেকে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"। ১৪ বছর পর উত্তরবঙ্গে পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের। কংগ্রেস সূত্রে খবর, কোচবিহারের বক্সিরহাটে সকাল ১১টায় রাহুলের সভা রয়েছে। এরপর বাসে করে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে "ভারত জোড়ো ন্যায় যাত্রা" পৌঁছবে কোচবিহার শহরে। সেখান থেকে খাগড়াবাড়ি পর্যন্ত পদযাত্রা করবেন। এরপর বাসে করে আলিপুরদুয়ারের ফালাকাটায় পৌঁছবেন রাহুল। ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্রাম নিয়ে, ফের ২৮ জানুয়ারি যাত্রা শুরু করবেন কংগ্রেস সাংসদ। ফালাকাটা থেকে শিলিগুড়িতে পৌঁছে জনসভা রয়েছে তাঁর। ওইদিন রাতেই উত্তর দিনাজপুরের সোনাপুরে ঢুকবে ন্যায় যাত্রা। ২৯ জানুয়ারি বাংলা ছেড়ে বিহারে প্রবেশ করবেন রাহুল গান্ধী। বিহারে জনসভার পর ৩১ জানুয়ারি ফের বাংলায় আসবেন রাহুল। দ্বিতীয় দফায় মালদহ হয়ে মুর্শিদাবাদে একাধিক কর্মসূচি রয়েছে। পয়লা ফেব্রুয়ারি বাংলা ছেড়ে পরবর্তী রাজ্যে যাবেন রাহুল।
  • Link to this news (আজকাল)