• ‌মানসিক রোগে কবিতা থেরাপি
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • কৌশিক রায়:‌‌ পরিসংখ্যান বলছে সারা বিশ্বে মোট জনসংখ্যার মধ্যে এক তৃতীয়াংশ মানুষ কোনো না কোনো ভাবে মানসিক সমস্যার শিকার। মানসিক রোগ সারাতে বর্তমানে সাহায্য নেওয়া হয় কাউন্সেলিং, মিউজিক থেরাপির মত পদ্ধতির। সেই থেরাপির তালিকাতেই এবার যুক্ত হল কবিতা। গবেষণা বলছে, কবিতা পাঠের সময় মনোযোগ দিয়ে শুনলে মস্তিষ্কের অনেক ভেতর পর্যন্ত তা পৌঁছতে পারে। ফলে, রোগীর মন পড়তে বা তাঁদের সমস্যা বুঝতে অনেকটাই সুবিধা হয় চিকিৎসকদের। বুধবার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এই বিষয়েই এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, দেবাঞ্জন পান, শোভনসুন্দর বসু, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, ডা. অংশু সেন, সোমনাথ মুখার্জি, অদিতি বসু রায়, বিতস্তা ঘোষাল। সেমিনারের নাম দেওয়া হয়েছিল ‘‌কবিতা যখন শুশ্রুষা, আর্ট যখন থেরাপি’‌। উপস্থিত অতিথিদের সকলেরই একই মত। গান, কবিতা, সাহিত্য এগুলো মানুষের মন ভাল রাখার মাধ্যম।
  • Link to this news (আজকাল)