• ফের নামল পারদ, উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যে বাড়বে ঠান্ডা ...
    আজকাল | ২৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেঘ সরতেই ফের পারদ পতন রাজ্যে। আজ থেকে আবারও নিম্নমুখী পারদ। শীতের আরও একটি স্পেল শুরু বাংলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক ধাক্কায় দুই ডিগ্রি পারদ পতন কলকাতায়। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কমেছে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা কমবে জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
  • Link to this news (আজকাল)