• ঘন অরণ্যে লুকিয়ে বুনো হাতি, খোঁজ দিল বন দফতরের ড্রোন...
    ২৪ ঘন্টা | ২৫ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুয়ার্সের  রেড ব্যাংক চা বাগান লাগোয়া নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে দলছুট হাতি।  এলাকাটিতে কিছুটা জঙ্গল থাকায় হাতিটির সঠিক অবস্থান বুঝতে প্রাথমিক ভাবে একটু অসুবিধা হচ্ছিল। তবে সেই সমস্যার সমাধানে ড্রোন ওড়াল বন দফতর।

    বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার ধ্রুবজ্যোতি বিশ্বাস বলেন, হাতিটি কারও কোনও ক্ষতি করেনি। তবে এটিকে দিনভর নজরদারির মধ্যে রাখা হচ্ছে। আর ড্রোন থাকায় ওই কাজে খুবই সুবিধা হচ্ছে। স্থানীয় ও বন দফতরসূত্রে জানা গিয়েছে, রাতে হাতিটি রেড ব্যাংক চা-বাগানের শ্রমিক মহল্লাতেও ঢোকে। তবে সেখানে বুনোটি কারও কোনও অনিষ্ট করেনি বলেই জানা গিয়েছে। এদিন দেখা যায় রেড ব্যাংক চা-বাগান লাগোয়া ডায়না নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। এদিকে বুনো-দর্শনে স্থানীয়দের অনেকে সেখানে জড়োও হন বলে জানা যায়। কিন্তু সাধারণত এর থেকেই গোলমাল ঘটে। উত্তেজিত জনতা হাতির বিরক্তি উৎপাদন করলে তেড়ে আসে হাতি, অনিষ্ট ঘটায়, কখনও ঘটে যায় বড় মাপের দুর্ঘটনাও। তাই হাতি দেখতে মানুষ ভিড় জমাচ্ছেন খবর পেয়ে তড়িঘড়ি বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা সেখানে চলে আসেন। চা-বাগানের এক শ্রমিক বলেন, এলাকাটিতে খুব একটা লোকজনের যাতায়াত নেই, তাই রক্ষে!
  • Link to this news (২৪ ঘন্টা)