• ইস্যু অভিষেক! হাইকোর্টেই বিচারপতি সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি গাঙ্গুলি
    ২৪ ঘন্টা | ২৫ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেডিক্যাল মামলায় বেনজির সংঘাত। বিচারপতি সেনের বিরুদ্ধে বিস্ফোরক  বিচারপতি গঙ্গোপাধ্যায়। বড়দিনের আগে বিচারপতি সিনহাকে ডেকে অভিষেকের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধের পরামর্শ। দাবি নির্দেশনামায়। বিচারপতি সেনকে তোপ বিচারপতি গঙ্গাপাধ্যায়ের। কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। রাজ্যের বিরুদ্ধে কোনও নির্দেশ দিলেই  স্থগিতাদেশ। বাজে ইঙ্গিত। প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার অনুরোধ। মন্তব্য জাস্টিস গঙ্গুলির।  বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। বলেছিলেন, অভিষেকে রাজনৈতিক ভবিষ্যত্ আছে। বলেছিলেন, তাঁকে বিরক্ত করা যাবে না। লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি করুন। পরে বিষয়টি হাইকোর্টে জানান বিচারপতি সিনহা। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি গাঙ্গুলির।

    ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। তাই সিবিআইয়ের এফআইআর খারিজ হবে না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। দুমাসের মধ্যে সিবিআইকে তদন্তে শেষের নির্দেশ। শুধুই বিচারপতি বনাম বিচারপতি নন। এজির সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় জাস্টিস গাঙ্গুলির। কীভাবে পদে, জানা আছে। কিশোর দত্তকে তোপ। আপনিই বা কী লুকোচ্ছেন? এজলাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং? পাল্টা অ্যাডভোকেট জেনারেলের।  স্থগিতাদেশ-টানাপোড়েনের পর আরও জটিল মেডিক্যাল মামলা। ডিভিশন বেঞ্চে FIR খারিজের পরেও অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধ ফরমান। দুমাসে তদন্ত শেষ করুন। FIR বহাল রেখেই CBIকে নির্দেশ।    
  • Link to this news (২৪ ঘন্টা)