Divorce: গোয়ার কথা বলে হানিমুনে অযোধ্যায় নিয়ে গেলেন স্বামী, ডিভোর্স চেয়ে আদালতে স্ত্রী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
মধ্যপ্রদেশের একজন মহিলা বিয়ের মাত্র পাঁচ মাস পরে তাঁর স্বামীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে গোয়ায় হানিমুন করানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিবর্তে তাঁকে অযোধ্যা এবং বারাণসীতে নিয়ে যাওয়া হয় বলে ডিভোর্সের আবেদনকারী বধূর অভিযোগ। ভোপালের স্থানীয় পারিবারিক আদালতে দম্পতির কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট শৈল অবস্থি।