• একদিনের ক্রিকেটে বর্ষসেরা কোহলি, গারফিল্ড সোবার্স ট্রফি কামিন্সের...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার এই ঘোষণা করে ক্রিকেটার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। চতুর্থ বারের জন্য এই সম্মান পেলেন কোহলি। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯টিতে ন্যূনতম অর্ধশতরান রয়েছে। মোট ৭৬৫ রান করেন। ছাপিয়ে যান শচীন তেন্ডুলকারকে। এক বিশ্বকাপের ইতিহাসে রান সংখ্যায় এবং শতরানে। বিশ্বকাপে তিনটে সেঞ্চুরি করে একদিনের ক্রিকেটে একশোর অর্ধশতরান করেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শতরান করে একদিনের ক্রিকেটে সর্বাধিক একশোর মালিক হন। তাঁর শতরানের সংখ্যা ৫০। গত বছর একদিনের আন্তর্জাতিকে ২৪ ইনিংসে মোট ১৩৭৭ রান করেন। গড় ৭২.৪৭। তাতে ছিল ৬টি শতরান, ৮টি অর্ধশতরান। গতবছর একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই নিয়ে সপ্তমবার আইসিসি থেকে পুরস্কৃত হলেন ভারতের প্রাক্তন নেতা। কোহলির সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে ছিলেন শুভমন‌ গিল, মহম্মদ সামি এবং ড্যারেল মিচেল। শেষপর্যন্ত বাকিদের টপকে বাজিমাত বিরাটের। তবে সব ফরম্যাট মিলিয়ে পুরুষদের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার হন প্যাট কামিন্স। তিনি পান স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। 
  • Link to this news (আজকাল)