• সূচি ঘোষণা হতেই নিমেষে শেষ ডার্বির টিকিট!
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবার টিকিট কেলেঙ্কারি! আগের ডার্বিতেও অনলাইন টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল সমর্থকদের। এবারও ব্যতিক্রম নয়। বরং আরও আশ্চর্যজনক ঘটনা ঘটল এবার। ডার্বির তারিখ ঘোষণা হওয়ার নিমেষের মধ্যে শেষ টিকিট। বৃহস্পতিবার বিকেলে আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশিত হয়। বিকেল সাড়ে চারটে নাগাদ জানা যায় ডার্বির দিনক্ষণ। তার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিঃশেষ টিকিট। ২০০, ৩০০ এবং ৪০০ টাকার টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। ১৫০০ টাকার টিকিটও শেষ। একমাত্র ৫০০ এবং ৩০০০ টাকার টিকিট পড়ে আছে। ডার্বির টিকিটের দাম দেখে চক্ষু চড়কগাছ সমর্থকদের। সাধারণত এত দামী টিকিট হয় না। ভিভিআইপি স্ট্যান্ডের বাইরে বাকি জায়গায় টিকিটের দাম ধরাছোঁয়ার মধ্যেই থাকে। কিন্তু এবার অনলাইন বুকিং সংস্থার দেওয়া টিকিটের দামে তারতম্য রয়েছে। অনলাইনে টিকিট কাটতে গিয়ে এদিন বিপাকে পড়ে সাপোর্টাররা। এবারের ডার্বির আয়োজক মোহনবাগান। কিন্তু তাঁদের কাছে টিকিট সংক্রান্ত কোনও আপডেট এখনও নেই। গোটা বিষয়টাই অনলাইন টিকিট বুকিং সংস্থার গাফিলতি। তবে জানা গিয়েছে, খুবই কম সংখ্যক টিকিট এদিন বাজারে ছাড়া হয়েছিল। ধাপে ধাপে আরও টিকিট ছাড়া হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ক্রিকেট বিশ্বকাপে ভারতের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের অনলাইন টিকিট এক মিনিটের মধ্যেই সোল্ড আউট দেখায়। যা কোনওভাবেই সম্ভব নয়। 
  • Link to this news (আজকাল)