• অশ্বিন-জাদেজা ভেল্কিতে কুপোকাত ইংল্যান্ড, আগ্রাসী শুরু ভারতের...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে বাজবল কতটা কার্যকরী হবে সেই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু প্রথম দিন বলে এবং ব্যাটে ইংল্যান্ডের থেকে অনেক বেশি আগ্রাসী দেখাল ভারতকে। প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দিনের শেষে ১২৭ রানে পিছিয়ে ভারত। ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১১৯। কৃতিত্ব প্রাপ্য ভারতীয় স্পিনারদের। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তিনটে করে উইকেট ভাগ করে নেন দু"জন। স্পিনারদের দখলে ৮ উইকেট। এদিন অনিল কুম্বলে-হরভজন সিংয়ের রেকর্ড ভাঙেন ভারতীয় স্পিন জুটি। এবার থেকে টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল বোলিং জুটি অশ্বিন এবং জাদেজা। ভারতীয় স্পিনারদের দাপটে প্রথম দিনের শেষে চাপে ইংল্যান্ড।হায়দরাবাদের ঘূর্ণি উইকেটে ধরাশায়ী ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যায় বেন স্টোকসের দল। সর্বোচ্চ রান ইংল্যান্ড অধিনায়কের। ৮৮ বলে ৭০ রান করেন স্টোকস। তারমধ্যে রয়েছে ৩টি ছয়, ৬টি চার। অশ্বিন, জাদেজার স্পিনে কুপোকাত থ্রি লায়ন্স। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম থেকেই বল ঘুরতে শুরু করে। তার পূর্ণ ফায়দা তোলে ভারত। আট ওভার পেসারদের দিয়ে বল করানোর পর, স্পিন নিয়ে আসছেন রোহিত। তাতে কাবু ইংল্যান্ড। একমাত্র স্টোকস ছাড়া বাকিরা দাঁড়াতেই পারেনি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বেন ডাকেট (৩৫), জো রুট (২৯), জনি বেয়ারস্টো (৩৭) শুরুটা খারাপ করেনি। কিন্তু বাজবল স্টাইলে খেলতে গিয়ে উইকেট ছুড়ে দেন। ৬৪.৩ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ১১৯। উইকেটে আছেন যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। শুরুটা দারুণ করেন বাঁ হাতি। আগ্রাসী মেজাজেই পাওয়া যায় তাঁকে। ৮০;রানে প্রথম উইকেট হারায় ভারত। ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। কিন্তু উইকেটের অন্য প্রান্তে স্বমহিমায় ছিলেন যশস্বী। একদিনের ক্রিকেটের স্টাইলেই খেলেন। ৭০ বলে ৭৬ রানে অপরাজিত। ইনিংসে রয়েছে ৩টি ছয়, ৯টি চার। দ্বিতীয় দিন শতরানের লক্ষ্যে নামবেন যশস্বী। 
  • Link to this news (আজকাল)