• এক যুগান্তকারী পরিবর্তনের সময়: রাষ্ট্রপতি
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । নিজের ভাষণে সদ্য শতবর্ষে পা দেওয়া বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর থেকে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা নানা বিষয়েই কথা বললেন তিনি। জানালেন, এটা এক যুগান্তকারী পরিবর্তনের সময়।কয়েকদিন আগে মরণোত্তর ভারতরত্নে সম্মানিত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর। পিছিয়ে পড়া জাতির মানুষের উন্নয়নে অবদানের জন্যই তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে কেন্দ্র। এদিন সেই প্রসঙ্গে দ্রৌপদী মুর্মু বলেন, তাঁর অবদানের মাধ্যমে জনজীবনকে সমৃদ্ধ করার জন্য আমার শ্রদ্ধা জানাই কর্পূরীজিকে।পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তিনি বলেন, আমরা সাক্ষী থাকলাম প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় নির্মিত নতুন মন্দিরে তাঁর ঐতিহাসিক প্রাণপ্রতিষ্ঠার।
  • Link to this news (আজকাল)