• কেন্দ্রের পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ২২ জন
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি:  প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে বিশেষ পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ২২ জন আধিকারিক। পুলিশ বাহিনীতে বিশেষ কাজের জন্য প্রতি বছর বিশেষ পুলিশ পদক দেওয়া হয়। এবার পুলিশ, দমকল, হোম গার্ড, নাগরিক সুরক্ষা সহ বিভিন্ন্ বাহিনী মিলিয়ে পদক পাচ্ছেন মোট ১১৩২ জন। তাঁদের মধ্যে বাংলার ২২ জন পুলিশ কর্মী ও আধিকারিক রয়েছেন। অসাধারণ দক্ষতার সঙ্গে বিশেষ কোনও কাজের পুরস্কার পুরস্কার পাচ্ছেন ২জন এবং মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার পাচ্ছেন রাজ্যের ২০ জন পুলিশ কর্মী ও আধিকারিক। রাজ্যের তরফে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ হাসিল করা অর্থাৎ মেরিটোরিয়াস সার্ভিস পদক পাচ্ছেন সিআইডির আইজি রাজেশ কুমার যাদব, উপকূল নিরাপত্তা বিভাগের আইজি মিতেশ জৈন, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা, রাজ্য পুলিশের আইজি রাজীব সরকার, রাজ্য পুলিশের সার্জেন্ট অম্বুজ সিং, এসিপি দেবজিত চট্টোপাধ্যায়, পুলিশ ইন্টপেক্টর সিদ্ধার্থ চক্রবর্তী, ইন্সপেক্টর জয়প্রকাশ পাণ্ডে, রিজার্ভ ইন্সপেক্টর সুদীপ গুহ নিয়োগী, সশ্বস্ত্র বাহিনীর এএসআই বিকাশ তামাং, সাব ইন্সপেক্টর সুখেন্দু কুমার মণ্ডল, সশ্বস্ত্র বাহিনীর সাব ইন্সপেক্টর সুমন দে, সশ্বস্ত্র বাহিনীর এএসআই অমলেন্দু পাহাড়ি, সাব ইন্সপেক্টর অমরলাল রজক, কনস্টেবল সত্যপ্রিয় মুখার্জি, এএসআই জয়ন্ত সাহা, এএসআই উজ্জ্বল সরকার, মহিলা এএসআই ইন্দিরা হালদার, কনস্টেবল সুরজিৎ দেবনাথ এবং পুলিশ গাড়ির চালক স্বপন কুমার সাউ। বিশেষ দক্ষতার পুরস্কার পাচ্ছেন রাজ্যের রাজ্য পুলিশ প্রশাসনের এডিজি অজেয় মুকুন্দ রানাডে এবং গোয়েন্দা বিভাগের এডিজি মনোজ কুমার ভার্মা।
  • Link to this news (আজকাল)