• লরি পিষে দিল দম্পতিকে, ত্রিপুরায় বেড়েই চলেছে সড়ক‌‌ দুর্ঘটনা...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • সমীর ধর, আগরতলা:‌ ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার হার কিছুতেই কমছে না। রাশ টানা যাচ্ছে না বেপরোয়া যান–চলাচলে। বৃহস্পতিবার সকালে জিরানিয়ার মোহনপুর বাজারে এক মাঝবয়সী দম্পতিকে জাতীয় সড়কের ওপর পিষে দিয়ে যায় একটি ইট–বোঝাই লরি। হাসপাতালে নিয়ে আসার পথেই মারা যান দু’‌জন। মৃতদের নাম নির্মল সাহা (‌৬৭)‌ এবং প্রজাপতি কুরি (সাহা) (‌৪৭)‌। দু’‌জনে একটি মিষ্টির দোকান থেকে বেরোতেই লরিটি তাঁদের পিষে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ লরিটি আটক করেছে। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও মৃত্যুর ঘটনা ঘটছে। বুধবারও বিশালগড় বাইপাসে মিলেছে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। সম্প্রতি রাজ্য বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২০ থেকে ২০২২–এই তিন বছরে রাজ্যে মোট ১৫২০টি সড়ক দুর্ঘটনায় ৬২৭ জন মৃত এবং ১৫৫৮ জন আহত হয়েছেন। এদিকে, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান বাবুল দাসকে নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত করে আদালত ২০ বছরের জেল ও ২ লক্ষ টাকা জরিমানার সাজা শুনিয়েছে। এছাড়া পকসো আইনের ৬ নম্বর ধারায় আরও ৩ বছরের জেল ও জরিমানার রায় দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে ত্রিপুরার বিশালগড়ে। 
  • Link to this news (আজকাল)