• শেখ শাহজাহান নিয়ে বিতর্কিত মন্তব্য মন্ত্রী অখিল গিরির
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে ২০ দিন। এখনও অধরা সন্দেশখালির শেখ শাহজাহান। ক্রমাগত চাপের মুখে পুলিশ বারবার জানিয়েছে, তৃণমূল নেতার খোঁজে তাঁরা সব রকম চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরি দাবি করে বসলেন, শাহজাহান নাকি রাজ্যের বাইরে রয়েছেন! চিকিৎসা করাতে রাজ্যের বাইরে গিয়েছেন তিনি। কারামন্ত্রীর এই দাবি নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, রাজ্য প্রশাসন শাহজাহানকে আগলে রেখেছে বলে এত দিন যে অভিযোগ উঠছিল, তা প্রমাণিত হয়ে গেল অখিলের মন্তব্যে।তবে শাহজাহান রাজ্যের বাইরে কোথায় রয়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি অখিল। তাঁর বক্তব্য, সন্দেশখালির তৃণমূল নেতা এখন বাংলায় নেই। থাকলে পুলিশ নিশ্চিত ভাবে তাঁকে ধরে ফেলত। মন্ত্রীর বক্তব্য, ‘‘শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না, সেটা তাঁর সিদ্ধান্ত। আমি এসব জানি না। ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে। ইডি অনেককে সময় দিয়েছে। এ ক্ষেত্রেও সময় দিতে পারে।’’ 
  • Link to this news (আজকাল)