• ‌শিশু মনে বুদ্ধির বিকাশ ঘটাতে টেকনো ইন্ডিয়া গ্রুপের অভিনব উদ্যোগ...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ খুদে পড়ুয়াদের মনে বুদ্ধির বিকাশে ঘটাতে অভিনব উদ্যোগ। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুঁচুড়ার উদ্যোগে আয়োজন করা হল ইন্টার স্কুল দাবা প্রতিযোগীতার। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুল ক্যাম্পাসে বসেছিল প্রতিযোগীতার আসর। হুগলি, হাওড়া এবং কলকাতার মোট ৬০টি স্কুলের ১১২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। জুনিয়র বিভাগে অংশ নেয় ষষ্ট থেকে অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রীরা। সিনিয়র বিভাগের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় নবম থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিয়ে। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা চুঁচুড়া টেকনো ইন্ডিয়া স্কুল খাদিনামোর ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগীতায় যোগ দেয়। নিয়ম মেনে শুরু হয় প্রতিযোগীতা। প্রতিযোগীতা উপলক্ষে আগে থেকেই সাজিয়ে তোলা হয়েছিল স্কুল ক্যাম্পাসকে। একাধিক টেবিল সাজানো হয়েছিল দাবার বোর্ড আর ডিজিটাল চেস ক্লক দিয়ে। নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। খুদে দাবারুদের অংশগ্রহণে প্রতিযোগীতা এবং স্কুলের পরিবেশ এক অন্য মাত্রায় পৌঁছয়। ছিল প্রতিযোগী খাওয়াদাওয়ার ব্যবস্থা। স্কুলের অধ্যক্ষা প্রদীপ্তা চ্যাটার্জি বলেছেন, ‘‌সারা বছর ধরেই টেকনো ইন্ডিয়া স্কুল নানারকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে। হয় কুইজ, খেলাধুলো ইত্যাদি। টেকনো গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরীর ভাবনায় এই চেস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।’‌ আগামীদিনে স্কুলের তরফে প্রতিবছর এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এদিন প্রতিযোগিতার শেষে দুটি বিভাগে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
  • Link to this news (আজকাল)