• বিয়ের রাতে চক্ষুদান, নতুন বার্তা নব দম্পতির
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: বিয়ের রাতেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার নব দম্পতির। ঘটনাটি হুগলির চুঁচুড়ার। মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার বদ্ধ হলেন নব দম্পতি সৌম্য ও গার্গী চক্রবর্ত্তী। বৈবাহিক জীবনে নতুন পথ চলার শুরুতেই নজির সৃষ্টিকারী সিদ্ধান্ত দম্পতির। সৌম্য ও গার্গী যোগাযোগ করেন চুঁচুড়া আলোয় ফেরা সংঘর সঙ্গে। সেখানেই তাঁরা নতুন জীবন শুরু প্রথম দিনেই দুজনে অঙ্গীকারবদ্ধ হন তাঁদের মরণোত্তর চক্ষুদানে। বিয়ে বাড়ির একদিকে চলছে রিসেপশন, লোকের কোলাহল, ভিড়। এরই মধ্যে আলোয় ফেরা সম্পাদকের সামনে মরণোত্তর চক্ষু দানের ফর্ম ফিলাপ করেন নব দম্পতি। এই প্রসঙ্গে সৌম্য, গার্গী দুজনেই জানিয়েছেন, অন্ধত্ব একটা বড় সমস্যা। সমাজে দৃষ্টিহীন অনেকেই রয়েছেন। অনেকের চোখে সমস্যা রয়েছে। মূলত দৃষ্টিহীনদের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। চুঁচুড়া আলোয় ফেরা-র সম্পাদক উদয় কুমার পাল বলেছেন, নবদম্পতির সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন তিনি। বলেছেন, খুবই সাহসী পদক্ষেপ। যেভাবে তাঁরা বিয়ের দিনে নতুন জীবন শুরু করার আগেই মরণোত্তর চক্ষুদানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়েছেন তা অকল্পনীয়। তিনি আশাবাদী, তাদের এই পদক্ষেপ আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।  
  • Link to this news (আজকাল)