• বিচারপতি বনাম বিচারপতি, সংঘাতে সরগরম কলকাতা হাইকোর্ট
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিচারপতি এবং বিচারপতি। নজীরবিহীন সংঘাতে সরগরম কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেন। সূত্রপাত রাজ্যে মেডিক্যাল কলেজে ভর্তির অনিয়ম সংক্রান্ত বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ নিয়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেন। যা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। মামলাটি ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠার পরেই তাঁর মন্তব্য, বিচারপতি সৌমেন সেনের আচরণ "রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা" ব্যক্তির মতো। সেইসঙ্গে এজলাসে বসেই তিনি প্রশ্ন তোলেন, কেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বড়দিনের ছুটির আগে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে নিজের চেম্বারে ডেকে রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, বিচারপতি সৌমেন সেন বলেছিলেন অভিষেক ব্যানার্জির একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে। সেজন্য তাঁকে বিরক্ত করা যাবে না। সেইসঙ্গে অমৃতা সিনহার এজলাসে শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করার কথাও বিচারপতি সৌমেন সেন বলেছিলেন বলে দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে প্রাথমিকের দুটি মামলাও খারিজ করার কথা বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে বলেন বলে তিনি দাবি করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি এই তথ্য বিচারপতি অমৃতা সিনহার থেকেই জেনেছেন। যা বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, বিচারপতি সৌমেন সেনকে তো সুপ্রিম কোর্ট অনেক আগেই বদলির নির্দেশ দিয়েছে। তারপরও দু"বছর ধরে তাঁর বদলি হচ্ছে না কেন? দেশের প্রধান বিচারপতিকে এটা দেখার জন্য তিনি অনুরোধ করবেন বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (আজকাল)