• ‌‌‌মোবাইলে কথা নয়, নজর থাকবে জনতার দিকে, মমতার ‘‌দুর্ঘটনা’‌র পর নির্দেশ রাজীব কুমারের ...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: বলা যাবে না মোবাইলে কথা। ভিআইপি যখন যাবেন তখন তাঁর দিকে নয়, তাকিয়ে থাকতে হবে জনতার দিকে। বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কনভয়ে ‘‌দুর্ঘটনা’‌র পর বৃহস্পতিবার প্রতিটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের কমিশনারদের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেল (ডিজি) রাজীব কুমার। পুলিশ সুপার ও কমিশনাররা ছাড়াও এদিন ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি আইবি’‌র মতো পদস্থ আধিকারিকরা। আধঘন্টার কাছাকাছি এই কনফারেন্স চলে। রাজ্য পুলিশের এক কর্তা জানান, রুটিন এই কনফারেন্সে অন্যদিন আইনশৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত আলোচনা হলেও এদিনের আলোচনার প্রায় সিংহভাগ জুড়েই ছিল ‘‌ভিআইপি মুভমেন্ট’‌–এর বিষয়টি। যেখানে ডিজি বেশ কিছু বিষয়ে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বুধবার বর্ধমানে একটি প্রশাসনিক সভা শেষে মুখ্যমন্ত্রী যখন গাড়িতে ফিরছিলেন তখন তাঁর কনভয়ের মধ্যে আচমকাই একটি অন্য গাড়ি ঢুকে পড়ে। মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আচমকা ঝাঁকুনিতে মুখ্যমন্ত্রীর মাথা গাড়ির ড্যাশবোর্ডে ঠুকে যায়। কপালে কিছুটা আঘাত পান তিনি। রক্তও পড়ে। ওইদিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে এলে যখন তাঁকে দুর্ঘটনা নিয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, প্রায় ২০০ কিলোমিটার বেগে গাড়িটি ছুটে এসেছিল। গাড়ির চালক বুদ্ধি করে ব্রেক কষেন। ঘটনার জেরে তাঁর মৃত্যুও হতে পারত বলে মমতা আশঙ্কা প্রকাশ করেন। এরপরেই বৃহস্পতিবার ডিজির কড়া নির্দেশ, ভিআইপি মুভমেন্টের সময় নিরাপত্তায় যেন কোথাও এতটুকু ফাঁক না থাকে। ওইসময় খেয়াল রাখতে হবে আশেপাশে এবং কোনও অবস্থাতেই মোবাইল ফোনে কথা বলা যাবে না। ওই আধিকারিক জানান, এর পাশাপাশি মুভমেন্টের সময় প্রয়োজনীয় অন্যান্য দিকগুলির দিকেও কড়া নজর রাখতে বলেছেন ডিজি।
  • Link to this news (আজকাল)