• নজরে চব্বিশ; পদ্ম-তালিকায় 'পিছিয়ে পড়া'রা, বাংলার ৪!
    ২৪ ঘন্টা | ২৬ জানুয়ারি ২০২৪
  • কমলাক্ষ ভট্টাচার্য: তালিকায় বাংলার ৪!  কারা পাচ্ছেন পদ্মশ্রী সম্মান? প্রতিমা শিল্পী সনাতন রুদ্র পাল, ভাদু সংগীতশিল্পী রতন কাহার, প্রকৃতিপ্রেমী দুখু মাঝি ও চৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর।

    রাত পোহালেই ২৬ জানুয়ারি। প্রতিবছরের মতো এবছর প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম-সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। সেই তালিকায় জায়গা করে নিলেন বাংলার চারজন। পদ্মশ্রী পাচ্ছেন মোট ৩৪ জন।পদ্মশ্রী ২০২৪

    ----

    দেশে প্রথম মহিলা মাহুত পার্বতী বড়ুয়া

    আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদব

    পরিবেশবিদ ও নারী উন্নয়নকর্মী চামি মুর্মু

    দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ

    কৃষক সত্যনারায়ণ বেলেরি

    সমাজকর্মী সংথানকিমা

    প্রাচীন ওষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জিতালিকায় নাম রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায় আছেন দক্ষিণ আন্দামানের জৈব কৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, অসমের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি।এদিকে বাংলার থেকে যে ৪ জন পদ্মশ্রী পাচ্ছেন, তাঁদের মধ্য়ে ছৌ মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর প্রয়াত। মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে তাঁকে।   পাঁচ দশক ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করতেন নেপালচন্দ্র। গতবছরের নভেম্বরে প্রয়াত হন তিনি।
  • Link to this news (২৪ ঘন্টা)