Padma Awards 2024:পদ্মভূষণ মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, বাংলা থেকেই পদ্ম সম্মান পেলেন আরও কে কে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
Padma Awards 2024:
এবছর পদ্ম সম্নান প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে গতকালই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বেছে নেওয়া হয় এই বিশেষ পুরস্কারগুলির জন্য।