জানুয়ারি শেষে রাজ্যজুড়ে শীতের ভরপুর আমেজ রয়েছে। শহর কলকাতাতেও (Kolkata Weathe
জমাটি শীত। তিলোত্তমা মহানগরীর অলিগলিতে শীতের চেনা-ছবি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ঠান্ডার মেজাজ সর্বত্র। এবার পারদ আরও নামার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ফের কি বৃষ্টির সম্ভাবনা (Ranifall Forecast) রয়েছে কয়েকটি জেলায়? আগামী দু’দিন আবহাওয়া কেমন থাকবে? এই নিয়েই রইল আবহাওয়ার বিশেষ আপডেট।