Shakib Al Hasan: চোখে ঝাপসা দেখছেন সাকিব! বিরাট সমস্যায় তোলপাড় বাংলাদেশ ক্রিকেট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। তাঁর বাম চোখে রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জারি করা হয়েছে। তবে, শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ৩৬ বছর বয়সি এই খেলোয়াড় অংশ নেবেন। সাকিব তাঁর চোখে সমস্যা নিয়ে অভিযোগ করেছিলেন। যার জেরে পরে তিনি বাংলাদেশ এবং বিদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। চোখের একাধিক মূল্যায়নের পরে, তাঁর বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে।