• ‘হলোকাস্ট’ থেকে রেহাই পাওয়া আড়াই লক্ষ ইহুদি এখনও জীবিত
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনীর হাতে ইহুদি নিধনযজ্ঞের শিকার হন বিপুলসংখ্যক ইহুদি ধর্মাবলম্বী মানুষ। সেসময় ইহুদিদের উৎখাতের জন্য হিটলারের নাৎসিশাসিত জার্মানিতে আইন প্রণয়ন করা হয়। ধীরে ধীরে এই প্রতিহিংসা রূপ নেয় গণহত্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় ৮০ বছর কেটে গেছে। সেই হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া আড়াই লক্ষ মানুষ এখনও জীবিত। সম্প্রতি প্রকাশিত একটি সংস্থার সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, হলোকাস্ট থেকে বেঁচে ফেরা প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ইহুদি এখনও পৃথিবীর ৯০টির বেশি দেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। হলোকাস্ট থেকে বেঁচে ফেরাদের জন্য জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আসছে সংস্থাটি। তাঁদের হিসাব অনুযায়ী, হলোকাস্ট বেঁচে ফেরাদের মধ্যে ইজরায়েলে ১ লক্ষ ১৯ হাজার ৩০০ জন, আমেরিকায় ৩৮ হাজার ৪০০ জন, ফ্রান্সে ২১ হাজার ৯০০ জন আর জার্মানিতে ১৪ হাজার ২০০ জন বাস করছে।উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে হত্যা করা হয় ৬০ লক্ষের বেশি মানুষকে। তখন নাৎসি শাসনের নিপীড়নের শিকার হয়ে হাজার হাজার ইহুদি জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। 
  • Link to this news (আজকাল)