• কর্তব্যপথে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তিন বাহিনীর নারী শক্তি...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:দেশজুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই চরম প্রস্তুতি ছিল দিল্লিতে। কড়া নিরাপত্তায় মোড়া দেশের রাজধানী। মোতায়েন বিপুল সংখ্যক জওয়ান। রয়েছে প্রায় এক হাজার সিসিটিভি ক্যামেরা। কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কর্তব্যপথে পৌঁছনোর আগে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোদি। প্রজাতন্ত্র দিবসের এবছরের কুচকাওয়াজে অংশগ্রহণ করছে তিন বাহিনীর নারী শক্তি। প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১০০ জন মহিলা শঙ্খ, নাদাস্বরম সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করবেন অনুষ্ঠানের। এছাড়া কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো গুলিতেও যেমন থাকবে দেশের নানা প্রান্তের সংস্কৃতি। একই সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হবে একাধিক ট্যাবলোতে। মণিপুরের ট্যাবলোতে দেখা যাবে নারীদের নৌকায় চড়তে, ওড়িশায় ট্যাবলোতে হস্তশিল্প এবং তাঁত শিল্পে মহিলাদের ভূমিকা, অবদানে কথা তুলে ধরা হবে।
  • Link to this news (আজকাল)