• Padma Award 2024: ৪৮ বছরের ক্ষতে প্রলেপ! জীবন সায়াহ্নে ‘পদ্মশ্রী’ ‘বড়লোকের বিটি লো’র স্রষ্টা রতন কাহার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
  • Ratan Kahar:

    এ যেন মেঘ না চাইতেই জল পাওয়া। জীবনে অনেক কিছুই চেয়েছিলেন। তবে সবটা আর পেয়ে হয়ে ওঠা হয়নি। অবশেষে না চেয়ে পাওয়ার মতোই অতর্কিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি ফোন আসে তাঁর কাছে। জানানো হয় পদ্মশ্রী (Padma Shri) পুরস্কার দেওয়া হচ্ছে রতন কাহারকে (Ratan Kahar)। ফোনটি ধরেছিলেন ‘বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা রতন কাহারের ছেলে। তবে ফোনে এটুকু জানার পরেই আর কিছু জিজ্ঞেস করেননি তিনি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)