Bengal Flagman: ১৫ বছরেও তৎপরতায় এতটুকুও ছেদ পড়েনি! রাস্তা থেকে তেরঙা কুড়িয়ে বেড়ান “ফ্ল্যাগ ম্যান”
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
Flagman:
উৎসব আসে উৎসব যায়। প্রজাতন্ত্র দিবস কিংবা স্বাধীনতা দিবস দেশের সব মহল্লা, পাড়া, অলিগলি দেশপ্রেম আর উৎসবের জৌলুসে ঢেকে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই জায়গায় জায়গায় চলে দেশের জাতীয় পতাকা উত্তোলন। লম্বা দড়িতে সারিবদ্ধভাবে ঝোলানো থাকে তেরঙা। স্বাধীন দেশের স্বাধীন পতাকা। এই পতাকা মাথা উঁচু করে আকাশে উড়বে বলেই তো এত বলিদান দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। কিন্তু সূর্য ডুবে গেলেই সব শেষ! যাবতীয় সব দেশপ্রেম টুপ করে যেন অস্ত যায়। তখন আর সেই সব পতাকার কী হল, খবর রাখেন না কেউই।