সদ্যই নতুন বিয়ে করেছেন। তৃতীয়বার বিয়েতে আবদ্ধ হওয়ার পর সময়টা মোটেই ভাল যাচ্ছে না। সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘ তেরো বছরের দাম্পত্যে ছেদ ফেলে তিনি তীব্র সমালোচিত হয়েছেন ভারত-পাকিস্তান উভয় দেশেই। বিয়ের দিনেই বিগ ব্যাশ লিগে শোয়েব মালিক নজির গড়েছিলেন টি২০-তে ১৩ হাজার রানের নজির গড়ে।