• Republic Day Special: সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বাঙালি অগ্নিকন্যা, জানুন হাড়হিম করা অজানা সেসব কাহিনী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৬ জানুয়ারি ২০২৪
  • ভারতীয় সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর করা হয়েছিল। এরপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। সকলেই জানেন যে ভারতীয় সংবিধান তৈরিতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটি বড় ভূমিকা ছিল। তিনি দেশের সংবিধানের স্রষ্টা হিসাবে পরিচিত। কিন্তু অনেকেই হয়তো জানেন না সেই মহান ব্যক্তিত্বদের সম্পর্কে যারা সংবিধান প্রণয়নে বাবা সাহেবকে সাহায্য করেছিলেন। গণপরিষদে মোট ৩৭৯ জন সদস্য ছিলেন। তার মধ্যে ১৫ জন মহিলা দেশের জটিল সংবিধান তৈরিতে তাদের অমূল্য অবদান রেখেছিলেন। ভারতীয় সংবিধানে নারীদের প্রতিনিধিত্বকারী এই ‘মাতৃশক্তি’ সম্পর্কে শুধু দেশ নয়, গোটা বিশ্বের জানা উচিত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)