• ‌৩৬ জনকে পুড়িয়ে মারার অভিযোগ, দোষীকে ফাঁসির সাজা শোনাল জাপান...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ৩৬ জনকে পুড়িয়ে মেরেছিল। অভিযুক্ত শিনজি আওবা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ফাঁসির সাজা শুনিয়েছে। ২০১৯ সালের ১৮ জুলাই কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের ঘটনায় ৩৬ জন মারা যান। কিয়োটো জেলা আদালত বৃহস্পতিবার জানিয়েছে, ৪৫ বছর বয়সী শিনজি আওবাকে হত্যা, অগ্নিসংযোগ এবং অন্যান্য অপরাধে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। শিনজি আওবা হামলার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে আদালত। তবে তার আইনজীবীরা ‘মানসিক ভারসাম্যহীনতার’–র কথা বলে লঘু শাস্তি দাবি করেছিলেন। কিন্তু বিচারকরা তা প্রত্যাখ্যান করেন। এই ঘটনায় জাপানে জাতীয় শোক পালন করা হয়।
  • Link to this news (আজকাল)