• শতরান হাতছাড়া যশস্বী-রাহুলের, চায়ের বিরতিতে ৬৩ রানে এগিয়ে ভারত...
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শতরান হাতছাড়া যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুলের। চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৩০৯। ইংল্যান্ডের থেকে ৬৩ রানে এগিয়ে। ৪৫ রানে ব্যাট করছেন জাদেজা। প্রজাতন্ত্র দিবসের সকালে দারুণ ব্যাট করেও ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছতে পারলেন না দুই ভারতীয় ব্যাটার। ৮০ রানে আউট হন যশস্বী। ৮৬ রানে ফেরেন রাহুল। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ১১৯। ৭৬ রানে উইকেটে ছিলেন যশস্বী। অন্য প্রান্তে ছিলেন শুভমন গিল। যে মেজাজে আগের দিন খেলছিলেন তরুণ বাঁ হাতি, সেঞ্চুরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল। টেস্ট হলেও আগ্রাসী ক্রিকেট খেলছিলেন ভারতীয় ওপেনার। একাধিক চার, ছক্কা হাঁকান। কিন্তু প্রত্যাশা পূরণ হল না। এদিন মাত্র চার রান যোগ করেন। দ্বিতীয় দিনের শুরুতেই ফেরেন যশস্বী। তাও আবার পার্ট টাইম বোলার রুটের বলে তাঁরই হাতে ধরা পড়েন। ৭৪ বলে ৮০ রানে আউট হন। শুভমন বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ রানে ফেরেন। তৃতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। দু"জনেই যথেষ্ট সাবলীল ছিলেন। রেহান আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে ৩৫ রানে আউট হন শ্রেয়স।‌ এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের রান পেরিয়ে যান রাহুল। চার নম্বরে নেমে দারুণ ব্যাট করছিলেন। যেভাবে খেলছিলেন, শতরান নিশ্চিত ছিল। কিন্তু যশস্বীর মতো একশো হাতছাড়া করলেন রাহুলও। ১২৩ বলে ৮৬ রান করে আউট হন। ইনিংসে ছিল ২টি ছয়, ৮টি চার। চায়ের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৩০৯। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা (৪৫) এবং শ্রীকর ভরত (৯)। টেস্টে আরও একটি অর্ধশতরানের মুখে জাড্ডু। 
  • Link to this news (আজকাল)