• পদ্মভূষণ পেলেন ফক্সকনের সিইও ইয়ুং লিউ
    আজকাল | ২৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তাইওয়ানের প্রবীণ নাগরিক ইয়ুং লিউ এবছর ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পেয়েছেন। ভারতের প্রতি অবদানের জন্য তাঁকে এই সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৬৮ বছরের ইয়ুং চিনের পড়শি দ্বীপের বাসিন্দা। তিনি তাইওয়ানের বিশ্ববিখ্যাত বহুজাতিক সংস্থা ফক্সকনের সিইও। গত চার দশক ধরে প্রযুক্তি ক্ষেত্রে কাজ করে চলেছেন তিনি। ফক্সকন বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারক সংস্থা। সারা বিশ্বে মোট আইফোনের ব্যবসার ৭০ শতাংশে ফক্সকনের হাত রয়েছে। ভারতের প্রতি এই সংস্থার অবদান অনেক। কোভিড অতিমারির পরবর্তী সময় থেকে ফক্সকন চিনে পণ্য উৎপাদনের পরিমাণ হ্রাস করেছে। ভারতে বিনিয়োগ বাড়িয়েছে এই সংস্থা। বিশেষ করে দক্ষিণ ভারতের উৎপাদন শিল্পে খোলা হাতে বিনিয়োগ করে চলেছে ফক্সকন। ইয়ুং জানান, ভারত আন্তর্জাতিক উৎপাদন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠতে চলেছে। এখানে বাণিজ্যের প্রসারের বিশেষ সুবিধা রয়েছে বলেও জানান তিনি। 
  • Link to this news (আজকাল)